বিগত 2 -3 দিন ধরে নিম্নচাপ এর কারণে সাগরে প্রচুর ছোটো ইলিশ জালে ধরা পড়েছে। মাছের বাজারে ইলিশ মাছ পাওয়া যাচ্ছে। মোটামুটি 300 থেকে 450 গ্রাম এর মধ্যে এই খোকা ইলিশ এখন মার্কেটে ছেয়ে গেছে। যেহেতু মধ্যবিত্তর কিছুটা নাগালে এই ছোটো ইলিশ তাই বাজার গুলোতে এখন চিকেন ছেড়ে ইলিশ কেনার হিড়িক দেখা যাচ্ছে। একটু ভালো ইলিশ কিনতে হলে কি ভাবে চিনবেন????